কবিতাটি আমার এক বান্ধবীকে উৎসর্গ করছি। যে আমাকে তার সম্পর্কে কিছু লেখার অনুরোধ করছে। জানি না ভাল কিছু লেখতে পেরেছি কিনা? আগের থেকেই তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।


শোনো, একটি মিষ্টি মেয়ের গল্প,
ছন্দে ছন্দে ক'টি চরণ আমি বলব।
কি দিয়ে করি বল তার রুপের বর্ণনা;
এতটাই অপরুপা সে যার নেই তুলনা।
কিছু না বললেও হয়ত বলা হবে বেশি,
তার রুপে হার মানে পূর্ণিমারও শশী।
হরিণী নয়ন তার ঘনকালো কেশ,
একবার হেরিলে তাকে কাটে না তার রেশ।
নাকটি তার উঁচা লম্বা গোলগাল তার বদন,
শুনতেই শুধু মন চায় হেসে- কথা বলে যখন।
ভূবন ভোলানো রুপ তার কি দিব উপমা?
দেখলে তারে নয়ন জুড়ায় সাক্ষাত যেন প্রতিমা।
নিজো হস্তে যেন তারে গড়িয়াছেন প্রভু;
স্বভাবে অনেক শান্তশিষ্ট কটাক্ষ হয় না কভু।
ব্যবহারে খুব সহজ সরল কোকিল কণ্ঠস্বর;
উদার তার মন-মানসিকতা যেন ঈশ্বর দিয়েছেন বর।
লেখাপড়ায় সে অনেক ভাল বেজায় বুদ্ধিমতি;
তার মত কেউ কি আছে ভবে এমন ভাগ্যবতী?
রুপে গুনে তার মধ্যে কমতি কিছু নায়;
তার সাথে কথা বলতে সবাই পিছু ধায়।