পিতা কিংবা মাতা বল
একজন পরিবার প্রধান।
সে যেই হোক করি আমরা
তাকে- শ্রদ্ধার সাথে সম্মান।।
গ্রাম বল আর মহল্লা বল
সেখানেও প্রধান একজন
যাকে সবসময় কাছে পাই
আমরা- হলে প্রয়োজন।
উপজেলা বল কিংবা জেলা বল
একজন দেখি সেখানেও
আমি কি বোঝাতে চাচ্ছি
ভাল করে বুঝে নিও।।
বিভাগ আর রাজধানী বল
তাতেও দেখি একজন।
ধাপে ধাপে আছেন বসা
যখন যার হবে প্রয়োজন।
দেশ বল আর মহাদেশ বল
দেখ, প্রধান একজনের বেশি নাই।
বুঝতে কি পেরেছ এবার-
কি বোঝাতে চাই??
হিন্দু বল আর মুসলমান বল
সৃষ্টি করেছেন একজন।
কত নামে ডাকি তারে
আল্লাহ কিংবা ভগবান।।
সব কিছুর মুলে যদি
হাত থাকে একজনেরই।
তবে কেন বার বার
মিছে দ্বন্দ্ব-কলহ করি।।
আসুন সবে সব ভুলে
মানি মানবধর্ম।
স্বাধীন ভাবে চলি আর
করি নিজও নিজও কর্ম।।