গানে লাগে সুর কবিতায় ছন্দ
এই নিয়ে মনের মাঝে শুরু হল দ্বন্দ্ব।।
গান নাকি কবিতা
যাই লিখি সবই বৃথা।।
নাই সুর নাই ছন্দ
তাতে কি মেলে আনন্দ।।
কি লিখিছি বসে ভাবি তাই
মনের অজান্তে সবই লিখে যাই।।
কিছু তো একটা হবে ভাল নয়ত মন্দ।।
এই নিয়ে শুরু হল মনের মাঝে দ্বন্দ্ব।।
চাই না হতে কবি কিংবা গীতিকার
জগাখিচুড়ি লিখছি যেন ভালমন্দে একাকার।।
যাই বল ভাই.........
মনে যা আসে লিখে ফেলি তাই।
এতে কারো ভাল লাগুক না লাগুক
আমি লিখে আনন্দ পাই।।
আমার লেখা পড়ে অনেকে হাসে মনে মনে
বলি তাদের ধারে উচ্চস্বরে কিংবা অতি গোপনে।।একদিন তোদের এই হাসি করে দিব বন্ধ।।
এই নিয়ে শুরু হল মনের মাঝে দ্বন্দ্ব।।