মরে গেছি সেই কবে,
বেচে আছি কেবল ক্ষমার প্রতিক্ষায়...

জীবনটা এভাবেই চলে
পাপের কাছে পূণ্য জয়ী হয়
হিংসার কাছে ভালবাসা !

জন্ম দিয়ে করে ধন্য
ভালবাসায় মাতামাতি
একটুকরো ভুলে যাবে কি সব?
অর্জিত আমুল প্রাপ্তি !!

বারংবার রেখেছি মিনতি অশ্রুজলে
নিঃশব্দে কাঁদছে হ্নদয় রক্তক্ষরনে
ছিল কি ভুল কোন?
মিথ্যে আর অবিচার অন্যায় আবদার
জানে এ মন জানে আত্না
কোন রথে কোন শূলে !!!

চুপে রয়েছি চেপে রয়েছি
ক্ষমা চাই বলে.....

১৮ ফেব্রুয়ারী, ২০১৯
কাওলার, ঢাকা