পরম যত্নের বাধনগুলো
প্রিয় সব মুহূর্তগুলো;
ইচ্ছে করে, হারাই ঐ সুদুরে
পালিয়ে বেড়াই অজানা বাহানায়...
আসবে কি আর?
আসবে কি স্বপ্নবাজী ক্ষন
নিরবে পেখম খুলে উড়বার
নিত্য বাজে বাসনায়।
এখনও কি হাসো তুমি
এখনও কি বাসো ভালো,
অভিমানে মুখ লুকাও কি আনমনে
রাত কি জাগো তুমি
আমার আসার প্রতীক্ষায়,
অকারনে জাপটে ধরে
নিমিলিত করো কি আঁখি,
শিয়রে কি রও বসে
সিক্ত চুলে বুলিয়ে হাত,
জ্যোৎস্নায় শোভিত মুক্ত উঠোনে
রবীন্দ্র শুনো কি তুমি,
লজ্জ্বায় কি লাল হও আজো
শুস্ক ঠোঁটে কি মেশে কম্পিত ঠোঁট
অভদ্র হাত কি খোঁজে ঐ উপত্যকা
নিভে কি আলো গুংরানো শব্দে....
উচ্ছ্বাসিত মুখ আর রক্তাক্ত চাদর
আবেগে জড়ানো শান্তির ঘুম!
স্বপ্নে আসে আর স্বপ্নে যায় চলে
ঘুম আর এলো না আসবে বলে....!
৮ জানুয়ারী, ২০১৯
কাওলার, ঢাকা