ঘুমুতে যাই না স্বপ্ন দেখার ভয়ে!
আসো যাও, স্বপ্নে কড়া নাড়ো;
স্বপ্ন দেখি, যতসব উলংগ স্বপ্ন।

গতরের উষ্ণতা পুলকিত করে
কামুকতায় শিউরে দেয়,
জাগা চোখে মাতাল আভা
পাইনা জাগরিত মনে;
আসো তাই স্বপ্নে, উলংগ স্বপ্ন!

উথলিয়া যায় ভরা যৌবণ
ভুলে সব বাধা ব্যবধান
অসম সঙ্গমে মত্ত...
হবে না জানি কিছু
তবু যে ছাড়ে না পিছু
হচকিতে উঠে পড়ে নাপাক শরীর!
স্বপ্ন সেতো নয়, এ পাপের স্বপ্ন
মতি ভ্রমে অসম সংগতি!

চাই না যাহা, এসে পড়ে তাহা
স্মৃতির কোষে যোগ হয়
অযাচিত যৌবণার দেহঘড়ি...

ষোড়শী সেতো নয়
নয় সে যুবতী
কামুকতায় ভরা দেহখানি!!
উছলিয়া যায় রসে টুম্বুর
অজানা খেয়ায় মিছে পারাপার
দুলিয়ে যায় স্বপ্ন দোলায়....!!

১০ জুলাই, ২০১৩
নিকুঞ্জ -২, ঢাকা