খুব বেশী অভিমান চেপে বসেছে আমায়,
অনাদর অবহেলা অবজ্ঞা আর অবমূল্যায়ন!
ধুকে ধুকে কেবল অপেক্ষার পালা বদলেছে
নানা রূপে জ্বালাগুলি পাখা মেলেছে কেবল,
মিথ্যে আর অপবাদের বিষ ঝাঝড়া করেছে অন্তর
সম্মিলিত ঘৃণার সাইক্লোন উপড়ে ফেলেছে বারংবার।
সত্যি বলতে কি, এতোটা ঘৃণা নিতে পারিনি!
ভালোবাসার মহাকাব্যে হিংস্র মুখোশ,
বিশাদী পঙক্তিগুলো হ্নদয়ে লেগেছে ঢের!!
দোষের বানে জড়ায়নি তবু কভু,
নিরবে নিভৃতে প্রহর গুনেছি কেবল;
সহস্র বিস্তৃত অতীত হাসিমাখা মুখপানে চেয়ে
ধৈর্যের সনে বন্ধুত্বের প্রগাঢ় বন্ধনে।
আজও আছি চোখ বুজে
ভালোবাসার শীতল ছোঁয়ার প্রতীক্ষায়...!!!
১৪ মার্চ, ২০২১
মাতৃকুঞ্জ