কেউ কথা রাখেনি
কেউ আমায় বাসেনি ভালো
নিরবে লুকিয়ে কেবলই মুছেছি জল
কেবলই চেয়েছি কেবলই চেয়েছি
পাইনি যা, যা আমার ছিল
হারিয়েছি সব যা আমার ছিল
রয়েছে কেবল আমারই
কেবলই রয়েছে আমারই ... দুঃখগুলো
যাতনার যাতাকলে পিষ্ট স্বপ্নভূম
আশার রথে যা নিত্য শক্তি যোগায়
স্বগৌরবে বুক উচিয়ে যা বলতে চেয়েছি
তা...ও নিভে দিয়েছো তুমি মিথ্যের ফুঁৎকারে
তা...ও হারিয়েছি নোংরা স্বার্থের জালে
তুমি কি পাওনা দেখিতে খোদা
এ অন্যায় এ অবিচার
কেমুনে সহো তুমি
বিচার দিনের মালিক তুমি হে প্রভু
আমিতো নগণ্য, শক্তি নাই সহিবার
কেমুনে সহিবো, আর তো পারিনে
তুমি কি দেখোনা, তুমি কি শুনতে পাওনা
এ অভাগার ক্রন্দন তোমায় কি একটুও টলায় না
তুমি তো অন্তর্যামী, মনেতে কি হয়
পাও তো দেখিতে, কি করি কি চাহি
তুমিতো সবই জানো ... হে প্রভু
কেন তবে ডুবাও মোরে কষ্টের সাগরে
কেন তবে দাও না শান্তি এই পাথারে!!!
নাই যদি দাও, যদি ইচ্ছে না হয়
যদি আর সময় না থাকে আমার
তুমি টেনে নাও, তুলে নাও আমায়
অস্বস্থির ঝংকারে রেখো না মোরে
আমল আখলাক যেটুকু আছে
যেটুকু আর রয়েছে বাকি নিঃশ্বাস
কতটুকু পেরেছি দিতে এ মন তোমায়
হে প্রভু হে প্রভু ক্ষমা করো আমায়
আমায় ক্ষমা করো...।
নভেম্বর ১২, ২০১৮
নিকুঞ্জ-২, ঢাকা