মায়ার আঁচল ঘেঁষে, কে না চায়...
স্নেহময় সোহাগে আহ্লাদিত হতে,
শীতল পরশে মাথা গুজে ঘুমোতে ইচ্ছে হয়
শিশুতোষ আমি, মন চায় পাশে থাকতে
তোমাদের হয়ে, কাছাকাছি।

খুব বেশী বিরক্ত করি, তাই না?
অতিশয় আপন হতে চাই বলে
অপরাধ তো মনে করো না?
অতিমাত্রায় বিরক্ত হলে বলে দিও
মনের বাসনাকে চেপে দিবো!
কে আর আছে তুমি ছাড়া
এ তল্লাটে অতি আপন
নাড়িছেঁড়া ধন রক্তের বাধন.....।

ভালবাসাটা একটু কেমন জেনো
আদি অন্ত্য পাই না বুঝাতে আমি,
শেকড় থেকে উঠে আসি
উপরে এসে ম্লান হয়ে যাই...
এ আমার দোষ, অপরাধ তো নয়!

খুব বেশী বিরক্ত করি তোমাদের, নাহ.....!
কতদিন'ই আর বাঁচবো বলো
যেদিন মরে যাবো, চলে যাবো দূর বহুদূরে
সেদিন হয়তো বুঝবে আমায়
আমার জন্য কাদবে ঠিকই জানি
কাদবে ই তো, কাদবে না কেন!
আমিতো তোমার আপনজন, তোমাদের অতি কাছের
দূরে রেখেছো, শুধু কি নিরব অভিমানে.....?

এপ্রিল ২২, ২০১৯
কাওলার, ঢাকা