আশা নিরাশার জুয়া খেলা
মনের তুষ্টি বা শারীরিক চাহিদা
প্রশান্তি বা হতাশার আহবান
বাঁধভাঙ্গা হাসি বা লুকোনো কান্না
সামাজিক সম্প্রীতি বা বয়কট
সবই আজ সময়ের প্রয়োজনে...!
কি ই বা চাওয়ার ছিল, কি চাইতে পারি?
কি ই বা দিতে পারতে, কি দিতে পারবে?
ছিল মোর সবি, হয়ত আছে!
ভালবাসা...! এ এক আদিম ভালবাসা;
হ্নদয়ের অসম এক লেনদেন,
হাসিতে রয় অশুভ আকুতি
মিনতি মানে না আপনার,
হারানো সেই সভ্য আত্মা!
শিরায় উপশিরায় উলঙ্গতা
ধমনীতে বয় বিষাক্ত স্রোত !!
নেই উপমা, বিষয়াদী বা সেমিকোলন
অন্তে নেই দাড়ি বা কমা
এ এক অশ্লীল কাব্য......।।
৯ জুলাই, ২০১৩
নিকুঞ্জ-২, ঢাকা