সাজিয়েছো তোমরা অদ্ভুত রঙে!
পরিপাটি আঙিনায় বেখেয়ালি আচরণ,
ভাবছো, ক্ষনিকেই হয়েছে তা?
তিলে তিলে গড়ে উঠা স্বপ্ন প্রাসাদ
বিশৃঙ্খল কম্পমান দোদুল্যমান
নড়বড়ে ভীতের অজুহাতে!
হে আলোর ফেরিওয়ালা,
দেখতে কি পাও তুমি
আলোর নিচে কেমন অন্ধকার?
সবি আছে তবু কি যেন নেই
অসামঞ্জস্য ব্যাকরণ!
এক নয়নে দু রঙ
কি করে দেখো তুমি, তোমরা
আহা! কি অদ্ভুত ব্যাঙ্গমি!
তিলে তিলে ক্ষয় হবে নিশ্চয়
অরোধ্য পাপে কেমন প্রত্যয়?
১৩ জানুয়ারী, ২০১৯
নিকুঞ্জ, ঢাকা