মসজিদের ঐ মিম্বর থেকে
এলার্ন হবে একদিন
কোন এক কাক ডাকা ভোরে
পূর্ণিমা কিংবা অমাবস্যার নিশিথে
কোন এক অজানা প্রহরে;
আমার মৃত্যুর খবরে আবেগতাড়িত হবে কেউ
ভালমন্দের দোলাচলে উত্তাল হবে বিরহী ঢেউ
কেউবা চোখের জলে ভাসাবে বুক
কেউবা তালিয়া বাজিয়ে ঘুরাবে মুখ
কেউবা খুজবে নতুন সম্ভাবনা!
রেখে আসবে ঐ আবদ্ধ কুঠোরে
একা নির্জন অন্ধকার কবরে।।
কেউ করিবে ক্ষমা কেউবা অভিমানে
কেউবা তাবৎ ঘৃণাযোগে অশ্লীলায়নে!
এ জীবন এ সংসার
আনন্দ হাসি মিথ্যে অহংকার
কিছুই যাবে না সাথে আর
নির্জন অন্ধকার কবরে কেবলই হাহাকার!
লাভ ক্ষতির হিসেবে বসে যাবে সব
সূচারুরূপে হবে উঠোন বৈঠক
কি পেয়েছি কি পেলাম আর কি পাবো...
হিসেবের খাতা শূন্য কেবল আমারই
ঐ আমল ছাড়া
মাগফেরাত কামনা রচে যাও
স্বজন রয়েছো যারা;
দান সদগা সন্তান সন্ততির দোয়া যত
আসিবে তা অন্ধকার কবরে অবিরত।
ভুল পাপ শাস্তি কেবল আমারই
জান্নাত জাহান্নাম কেবল আমারই
ঐ অন্ধকার কবর কেবলই আমার
যা করেছি তা ই আমার
ক্ষমা চাই পৃথিবী ক্ষমা চাই সংসার....
ডিসেম্বর ১১, ২০১৮
কাওলার, ঢাকা