হ্নদয়ে যে ভালবাসা বেঁধে সংযত করে
যতনে যে মুখ লুকোয়
চোখের পাতা যুগল যার এত স্থির নয়
অমলিন হাঁসি যার অতি গোপনে
লুপ্ত চাওনিটাও যেন লজ্জায় ভরা
সেই তো লজ্জাবতী
আমি দেখেছি তাঁর ধীরগতি ছন্দময়ী হাঁটা
লজ্জাশীলা নয়নে মোর ছবি
যতনে ভরা হ্নদয়ে যতনে লেখা নাম
লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানি
লুকোনো মুখের আড়ালে নির্মল হাঁসি
তাই তো তাঁকে আমি এতো ভালবাসি ......
ডিসেম্বর ৮, ২০০১
গুঠাইল, ইসলামপুর ।