জয় হোক বাবা দরবেশের
টুপিহীন সফেদ দাড়িওয়ালা
বাল বুল পেকে খাক
লেবাসী ভদ্রলোক
মেরে মুরে বিত্তের পাহাড়
আর কতো বাবা দরবেশ ?
অনেক পেরেছো পারো অনেক
মুখবন্ধ আবাল মোরা
এদিক ওদিক তাকিয়ে দেখি
সখ্য যে সবি তোরি
আমি অধম চেপে যাই
ক্ষেপার আগে ভেগে যাই
প্রাণটা হাতে নিয়ে দৌড়ে পালাই
সপে দিয়ে সঞ্চিত সম্পদ ভন্ডের বাজারে
শেয়ার বিকিকিনিতে গুরু তুমি এগিয়ে
পক্ষের উপদেষ্টা আসামীর সাফাইয়ে
সাক্ষী তুমি অপরাধী সাকার
সালাম তোমায়, পতাকা উড়াও তুমি
পুড়ানোর দলেও ভিড়ে যাও
কি অপার শক্তি তোমার
জয় হোক জয় হোক
শুভ্রতায় ঢাকা, বাল বুল পাকা
কৃপা তোমার অশেষ
জয় জয় জয় বাবা দরবেশ !!!
২৫ জুলাই, ২০১৩
নিকুঞ্জ, ঢাকা