জ্বলছে ধানমন্ডি, গুড়িয়ে পোড়ানো ইতিহাস,
ধুলো আর আগুনে ভাসে কি স্বাধীনতার বিশ্বাস?
ইট-পাথর গুড়েছে, আগুনে ছাই স্মৃতি,
কিন্তু মুছে যায় কি রক্তের লেখাটি?
তোমার নাম, বঙ্গবন্ধু, হৃদয়ে গাঁথা,
তোমার স্বপ্ন নিয়ে পথ চলে জাতি উচিয়ে মাথা।
বুলডোজারে গুড়িয়ে, আগুনে দগ্ধ হলেও গল্পটা অমর,
তোমার ত্যাগ রবে চিরকাল নির্ভর।
ভাঙলো বাড়ি, পুড়লো স্মৃতি আর চিহ্ন,
মুছে যাবে না বীজ অঙ্কুর, হ্নদয়ে যা অভিন্ন।
স্বাধীনতার মাটি, রক্তে সিক্ত,
তোমার নামেই লিখেছে ইতিহাস, আজ রিক্ত।
যারা ভাঙে, আগুন জ্বালায়, ছায়া ফেলে আঁধার,
তারা জানে না, আলো জ্বলে বারংবার।
ধানমন্ডি ৩২ শুধু একটি স্থান নয়,
এ এক অমলিন গল্প, শপথময়।
তোমার ইতিহাস পুড়বে না আগুনে,
যতক্ষণ জাতি বাঁচে তোমার স্বপনে।
তাই আগুন নিভবে, ছাই হবে কাল,
বঙ্গবন্ধু, তুমি আছো চিরকাল.....🍀
৫ ফেব্রুয়ারী, ২০২৫
ইসলামপুর, জামালপুর