আমাকে দেখে অহংকার করে কি লাভ
কি হবে আমাকে দূরে রেখে
কি অর্জন হবে আমায় কষ্ট দিয়ে
স্বপ্ন ছোয়ার মত্তে আমিতো এগুবোই!
যে অবস্থানের জন্য করছো অহংকার
যে ঘৃন্য আচরণ আমায় ভাল দেখে
কুৎসিত মনে নিজেরেই করেছো অবনত
আমিতো আমার মতো উঠছি বারংবার!!
আমিতো আরো কিছু হবো
অনেক দূর যেতে হবে আমায়
ঘৃণার জবাবে নয় কষ্টের তাড়নায় নয়
নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ আমি!!!
আমি শুধু এগিয়ে যেতে শিখেছি
কেবলই জেনেছি মঙ্গলেরে
কেবলই ছুয়েছি পবিত্র বাসনা
তোমার কাছে জবাব দিতে হবে একদিন
জন্মের প্রতিদান দিতে এসেছি আমি
ডাক দিয়েছি পরিবর্তনের;
তোমরাই করছো ক্ষতি
বোকার মতো নিজেরে লুকিয়ে
মিথ্যে অবিচার আর অহংকারের বলিতে
হিংসা আর নিচুতার সংস্রবে
মুক্তোর জ্যোতি পড়েনি চোখে
অন্ধ অবিশ্বাস কেবলই তলিয়েছে
কেবলই ডুবাচ্ছে আপন বৈভব
শুনিতে কি পাও হে বধির
চোখ থাকিতে অন্ধ তুমি
বিবেকহীন পশুতা ভর করেছে মনে!!!
তবুও কি যাবে না সত্যের কাছে
তবুও কি হবে না মধুর মিলন
তবুও কি পাবো না দেখা আপন আত্মার?
আর কতো বিশৃঙ্খল হবে তুমি
আর কতো পাপে মজবে তুমি
কতো অভিশাপে জড়ালে আসবে স্থিরতা?
এ কি আজন্ম পাপ আমার
এ কোন নীরিক্ষার বাধনে ফেললে তুমি
জন্মের নামে এ কোন নোংরা খেলা?
কেন আমায় রাখলে বাচিয়ে
কেনইবা করলে বড়
কেনইবা আঁধার সঙ্গী হলো আমার
একাকীত্ব কেন এত আপন করে পায়
কেন এ অবশাদ মিষ্টতা পায় না খুজে
কেন এ অর্থ বৈভব অন্যের হয়ে যায়
কেন আবদার হয় ভুলন্ঠিত
কেন স্বপ্ন হয় বিচ্যুত???
কোন জবাব আসে না আর
আত্মার মরনে চুপসে গেছে সব
আনন্দ উদ্ভাস কেবলই মৃত্যুপুরী!!!
অসম্ভব সত্য আর স্বপ্নের লীলাভূম
বাস্তবতার স্বত্ব চায়;
ডুকরে কাদার ইতি টেনে
চাই কেবল শান্তির অবয়ব
আসো থাকি সুখ আর শান্তিতে
আমি এবং আমরা
বিচ্যুত স্বপ্নের গ্লানি ঠেলে....!!!
ডিসেম্বর ১৮, ২০১৮
কাওলার, ঢাকা