আপন পৃথিবী ছেড়ে একা
চলে এসেছি বহুদূর
চোখের সীমানা ছাড়িয়ে
মনের বাধন খুলে
কেবলই ছুটি নির্জনে
ভালবাসাহীন বৈরীতা!
বৈষম্যের বেড়াজালে নিঃস্বার
অধিকন্তু এগুবার ইচ্ছে নেই আর
ভাললাগা আর ভালবাসা উৎপেতে রয়
যাস নে তোরা কাছে, কে কয়?
এই কি হওয়ার কথা
এই কি অভিভাবকত্ব?
তবুও রয়েছি কাছে
নির্জনে ডাকার অপেক্ষায়
এ দম্ভ আর কতদিন
আর কতদিনইবা রবো বেচে
নিঃশ্বাস চলে যাবে নিঃশব্দে
আমারই মতন অভিমানে আনমনে....!
ভালো থাকো, অনেক অনেক ভালো
সম্মিলিত আয়েশি মিনতি ছিল
বাধ ভাঙা উচ্ছ্বাসের ছিল আয়োজন
কষ্টের ঠোকায় মিথ্যের ধোকায়
বেসুরো জীবন অসীম সীমানায়......

ডিসেম্বর ২৪, ২০১৮
কাওলার, ঢাকা