একটা নির্মল হাসির মাঝে
যা খুঁজে পাওয়া যায়
একটা নিষ্পাপ চাউনিতে
যে সুখ পাখা মেলে
একটা আদুরে ডাক
যে স্বস্থি যোগায়
একটা পরশ যে স্বপ্ন বুনে...
তার স্খলন দেখেছি নিজে
এক এক করে মানিয়ে নিয়েছি
সহস্র বছর এক থাকবো বলে
সুখের ডানায় স্বপ্নগুলি
ঝির ঝির হাওয়ায় পরশ বুলোয়
.... আবারো স্বপ্ন ভাঙে!!!
কতবার পারি কতবার সই
শীতল আবাস আর পেলাম কই
নিজে গড়ি ভাঙো তুমি
কি সুখ পাও কি চাহ তুমি
মেঘের হিম বৃষ্টি জল গালে ছেপেছি
ফুলের গন্ধে ভরেছি ঘর
এত করি এত করি তবু আমি পর...
জুলাই ২১, ২০১৭
নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর
কলকাতা, ভারত