কেউ বলে ভালোবাসা মায়াজাল, কেউ বলে ধূম্রজাল,
কেউ বলে ভালোবাসা অলিক বস্তু, কেউ বলে সস্তা বস্তু।
কেউ বলে ভালোবাসা দেখানো, কেউ বলে লুকানো,
কেউ বলে ভালোবাসা মানেই কাম, কেউ বলে প্রেম।।
ভালোবাসা মানে একটি নদীর ছুটে চলার কুলকুল শব্দ-
ভালোবাসা মানে সকালের স্নিগ্ধ আলোয় রাঙা ধান-
ভালোবাসা মানে ঘাস ফুলের উপর চিকচিকে শিশির-
ভালোবাসা মানে মধ্য দুপুরের দক্ষিণি লিলুয়া বাতাস-
কেউ বলে ভালোবাসা আসক্তি, কেউ বলে এতেই মুক্তি,
কেউ বলে ভালোবাসা সবি ফাঁকা, কেউ বলে সবি ভরা।
কেউ বলে ভালোবাসা জ্বালানো,কেউ বলে সাজানো,
কেউ বলে ভালোবাসা মানেই জীবন,কেউ বলে মরণ।।
ভালোবাসা মানে একটি বইয়ের পাতায় পাতায় মত্ততা-
ভালোবাসা মানে জারুল কৃষ্ণচূড়ার মাদকতার ছোঁয়া-
ভালোবাসা মানে কলাবতী গাছটার আপ্রাণ দাঁড়া চেষ্টা-
ভালোবাসা মানে চিলেকোঠার জলছাদে জমানো ভাষা-
কেউ বলে ভালোবাসা মানেই সুখ,কেউ বলে সবটাই দুখ
কেউ বলে ভালোবাসা টাকা,কেউ বলে শুধুই সোনা।
কেউ বলে ভালোবাসা কেবলই ধরা,কেউ বলে ছাড়া,
কেউ বলে ভালোবাসা হচ্ছে ধর্ম, কেউ বলে পুরো কর্ম।।
ভালোবাসা মানে একটি শিশুর নিষ্পাপ মুখের মিষ্টি গন্ধ
ভালোবাসা মানে মায়ের স্নেহমাখা উষ্ণ হাতের ছোঁয়া-
ভালোবাসা মানে একজন বোনের নির্লোভ পাশে থাকা -
ভালোবাসা মানে বাবার শাসনের গাম্ভীর্য লুকানো ছায়া-
ভালোবাসা মানে প্রিয়সীর পথ পানে অবিরাম অপেক্ষা।
আনন্দনগর, ১৫/১১/১৯