"পদ্মবুকের বিষন্নতা "
শ্রাবণের অঝোর ধারায় সিক্ত আমার পাদুকা জোড়া
চপলতায় হার মানতে জানে না তাঁর কর্কশতার কড়া।
সিক্ত পাদুকা পায়ে হেটে ফিরছি আলপথে হরিণ চুপে
প্রলয়ঙ্করী শ্রাবণ ধারায় ভিজছে আমার স্বাদের মৌনতা।
হিজলের ছায়ায় পদ্মপুকুরে অপার ডানা মেলেছে সূর্যমুখী
অঝোর ধারার হিসেবি মাতনের উত্তাপে তাঁর মন টলেনি।
পদ্মবতী লাজুক হয়ে তুলে দিয়েছে তাঁর উন্মুক্ত উত্তপ্ত বুক
হিমশীতল বুকের সেই লাভায় কামড়ে নিয়ে তৃপ্ত সূর্যমুখীর মুখ।
ভেজা পাদুকা গায়ে সূর্য গুনছি আমি বসে শুয়ে পদ্মপাড়ে
মাখছি ঘ্রাণ পদ্মবুকের বিষন্নতায় লিলুয়া বাতাসে প্রাণে হাঁড়ে।
বনানী
১২.০৫.১৯