ভালোলাগা ভালোবাসার খোয়াড়ে বন্ধি নকশালী জীবন আমার
ভালো থাকতে ভালো চলতে ধুতরাকে মাখতে হয় মলম হাতে।
সূর্যবংশীয় সনাতন পাটাতনে আমার বসবাস প্রাচী থেকে প্রাচ্যে
নানান রঙে নানান ঢংয়ে সুবাসিত ধুতরাকে আগলিয়ে নেই যত্নে।
চ্যাংড়া পাজি ন্যাড়া কাক'টার সব কিছুই আমার অসহ্য বোধহয়
কোন কিছু না ভেবে চিন্তা না করেই ঠোকরে নেয় আমার ধুতরা।
তাঁর রক্তাভ ঠোঁট ক্ষতবিক্ষত করে আমার নকশালী প্রিয় ভালোবাসা
চেংড়ি কাকের অধরের সুধাও তাঁর তেজ দীপ্রতায় বাধা হয়নি।
মধু গাছের কোটরে মথের হিম সুরায় রাত্রিযাপন ও দেয়নি ভাষা
অষ্টপ্রহরে দূরের কলাবতী গাছেরও কোল জুড়ে এসেছে লাল লালা।
খোয়াড়ে বন্ধি নকশালী জীবন আমার করবীতেও খুঁজে নেশা
নির্লিপ্ত চ্যাংড়া কাক করবীকেও দোলায় পোহায় নিভৃত কামনা।
করবীর লাল মেখে চুল আঁচড়িয়ে টোপর পড়ে আজ সে রঙিন
ভালোবাসায় দলিত মলিত নেশায় ধুতরা করবী হয় না বাকহীন।
চ্যাংড়া কাক নাক উঁচিয়ে বুক ফুলিয়ে দেখায় আমায় তাঁর ক্ষিপ্রতা
খোয়াড়ে বন্ধি নকশালী জীবন আমার তাতেও খুঁজে ভালোবাসা।
৩০.০৪.১৯
বনানী