শীতের ভয় !
মোছা আফরুজা খাতুন
আমাকে দেখে তোমরা কেন কর ভয় !
হে দানবী বীর মানব -
লুকাও কেন আজ লেপের ভিতর।
পর কেন গায়ে শার্টের উপর শার্ট,প্যান্টের উপর প্যান্ট
নেতা, কোট, চাঁদর, জ্যাকেট, মুজা আরও কত কী !
তোমাদের হৃদয়ে আঘাত হানবো বলে তাই ?
মাত্র ছোট্ট একটি নাম আমার "শীত” ।
তবে ভয় কেন পাও“শীত” নামটি মুখে নিয়ে আসতে হে মানব -
কাঁপে কেন দুটি ঠোঁট ।
এইতো সেদিন দেখলাম তোমাদের
রাগে শা্র্টের বোতাম খুলে ঝাঁপিয়ে পড়লে
এক ভাই আরেক ভাইয়ের উপর ।
কিন্তু আজ দু’হাত গুটিয়ে রাখো কেন পকেটে,
যত পারো মারা-মারি, দন্ড, বিবাদ কর আমার সাথে।
হে দানবী- বীর মানব-
তোমাদের হৃদয় বড়ই পাষাণ
একটা টাকাও দিতে চাও না অনাহারী, দীন- দুঃখীদের হাতে।
আজ আমার ভয়ে পাঁচশত টাকা, এক হাজার টাকা নিয়ে যাও মার্কেটে
নিয়ে এসো মোটা মোটা দামী পোশাক,
আমি বুকে আঘাত হানবো তাই ?
হে রক্ত তেজি মানব –
কিসের এতো বড়াই তোমাদের ?
ছোট্ট একটি নাম আমার শীতের ভয়ে
ঠিকমত গোছল টুকুওতো দাওনা।
দাও তবে কেউ দু’দিন, কিউ আবার তিন দিন , সাত দিন পর।
কিসের এতো ভয় !
তোমাদের শরীরে কামড় দিবো বলে তাই ?
শুধু তাই নয় !
সময়মতো অজুও তো করোনা রাতের বেলায়
লুকিয়ে পর তড়ি-ঘড়ি লেপের ভিতর।
যাক এসব কথা,
আমাকে দেখে বড়ই হিংসা লাগে তোমাদের তাই না ?
প্রতি বছর কেন আসি তোমাদের বাড়ি বাড়ি।
কিন্তু তোমরা হওতো জাননা হে পাষান মানব
আমার নামটি “শীত” তাই বড্ড ভালবাসি তোমাদের
তাইতো চোখের আড়াল করতে চাইনা কোনদিন
মনে হয় এভাবেই সাড়াজীবন তোমাদেরকে বুকে জড়িয়ে রাখি।।