শীতের আগোমন


আমি এসেছি
এসেছি আবারও তোমাদের মাঝে
খুলে রাখতে হবেনা আর শাটের্র বোতাম
কিংবা খেতে হবেনা আর পাখার বাতাস।
এবার করো বাহির কোথায় লুকিয়ে রেখেছো
সেই মোটা পোশাক
লেপ, কাথা কিংবা চাঁদর
বৎসর শেষে ফিরে এসে
করি যে তোমাদের ছঁয়ে শুধুই আদর।
আমি এসেছি,
এসেছি আবরও তোমাদের মাঝে
লাগাতে হবেনা আর ঘরে এয়ারকন্ডিশন
যতদিন যাবে বাড়বে শুধুই আমার প্রমোশন।
রৌদ্রকে আর দিতে হবেনা গালি
ঘামবে না আর তোমাদের গা
বড়ই মিষ্টি লাগছে সে যে তাই
আমাকেই সহ্য হবেনা।
আমি এসেছি,
শুরুতেই গ্রাম্য বন্ধুদের পাশে
খুঁজতে হবেনা তাদের গাছের ছাঁয়া
উঠান কিংবা খোলা মাঠ
হতে হবেনা আর মা- বোনদের পর্দা ছাড়ি
একটা নয়, দুটা নয় পড়বে পোশাক মন চায় যতটা।
একপা, দু’পা করে ছুটে যাবো শহর- প্রান্তরে
তবে রইবো না তাদের মাঝে বেশি সময় ধরে
কারণ, শহুরে উষ্ণ- আবহাওয়া, শিল্পের কালো ধুঁয়া
আমি ভালবাসিনা।
আমি এসেছি,
এসেছি আমার ছোট ভাই শিশিরকে সংগে নিয়ে
রজনী জুড়ে ঝড়বে সে যে
তোমাদের বাড়ি, গাড়ি, মাঠ- প্রান্তর জুড়ে।