রংগের দেশ
সবুজে ঘেরা দেশটা আমার
খেলছে রূপের ঢেউ
এতে রূপের বাহার কোথাও
পাবেনা খুঁজে কেউ।
আমার দেশের গাছে ফোঁটে
নানা রংগের ফুল
তাইনা দেখে বাংলার তনয়
খুশিতে মশগুল।
বাংলাদেশের নদীর বুকে
পাল তোলা নাও চলে
আকাশ- বাতাস, পাখ- পাখালি
রূপের কথাই বলে।
রং- বাহারী স্বপ্নপুরী
নাচে হেলে- দুলে
বাংলাদেশ যে সুখের স্বর্গ
বলি প্রাণ খুলে।
সবুজ দেশের সোনার ছেল
উড়ায় রংগিন ঘুড়ি
ইচ্ছা করে ডানা মেলে
দূর আকাশে চড়ি।
লাল- রংয়ের, নীল- রংগের
বাংলাদেশের কেতন
এই দেশেরই বুকে আছে
হীরা- মাণিক রতন।।