মা
একটি বর্ণে লিখলাম আমি
একটি শব্দ মা
যে শব্দ শুনলে জুড়ায়
শত মায়ের গা।
মায়ের মুখের মিষ্টি হাসি
আমি বড়ই ভালবাসি
ইচ্ছা করে সাড়াটি দিন
মায়ের ছায়ায় মিশে থাকি।
যখন এসে দেখি আমি
মায়ের মিষ্টি মুখ
তখন খুঁজে পাই যেন
সারা বাংলার সুখ।
চাঁদের মত ছড়ায় মা
মিষ্টি হেসে আলো
সেই হাসিতে ঘুঁচিয়ে যায়
আমার মনের কালো।
যদি তুমি যা্ওগো মা
আমায় ছাড়িয়া
কাকে আমি দেখবো আর
দু’নয়ন ভরিয়া।।