করোনা,লক- ডাউন
বাড়ছে করোনা নিচ্ছে প্রাণ
চলছে লক- ডাউন
দারিদ্রের কারণে শ্রমিক/দিনমজুর
মানতে পারছেনা নিয়ম- কানুন।
একদিন না বাহিরে গেলে
জোটেনা পেটে আহার
অন্যদিকে চাকরিজীবী ভাইদের
দেখে কে টাকার বাহার !
ঘরে বসে গুনছে টাকা
পাচ্ছে বেতন ফোনে
গরীব- দুঃখী কাঁদছে সদা
বসে ঘরের কোণে।
কেউ বা শুনবে দিন মজুরদের
মনে দুঃখের কথা
পাঁচ- সাতজন সদস্য নিয়ে
ধরেছে মাথা ব্যথা।
নুন আনতে পানতা ফুরায়
এইতো তাদের হাল
একদিন না করছে কাজ
পারেনা কিনতে চাল।
লক- ডাউনে রাস্তায় গেলেই
ধরে জরিমানা
স্বাস্থ বিধি মানতে হবে
এটাও তাদের জানা।