কবি
তুমি কি মাগো ভোরের পাখি
মিষ্টি সুরে ডাকো ?
পুষ্প- কাননের অলি হয়ে
সদা তৃষ্ণায় থাকো ।
এঁকে- বেঁকে বয়ে চলা
নদী ভরা জল ?
তমস রজনের কোটি সেতারার
আভায় ঝলমল।
তুমি কি মাগো বিটপীতে ফোঁটা
সুবাস মাখা ফুল ?
সেই সুবাসে মুগ্ধ হয়ে
থাকি যে ব্যাকুল।
নাকি তুমি স্নিগ্ধ বেলার
নয়ন ভুলানো ছবি ?
তোমায় নিয়ে কবিতা লিখে তাই
হতে চাই যে কবি।