আমার মত
উড়ছে আগুন আকাশ ফুঁড়ে
নামছে পাতাল জুড়ে
বিশ্বটা আজ যাচ্ছে জ্বলে
মিথ্যা কথায় পুঁড়ে।
ধরল আগুন ছাড়লো নাতো
জ্বলছে রসার আতে
গরীব- দুঃখী মরছে ধুকে
অভাব ছিল ভাতে।
জ্বলছে আগুন পথের ধারে
নেইতো নেভার কেউ
বিলের জলে খেলছে সদা
আগুন কণার ঢেউ।
মায়ের ভাষায় আগুন ছিল
ছিলনা স্বাধীনতা
তিমির নিশায় পড়েছে লুটে
শত বীরের মাথা।
গানের সুরে, বাঁশির সুরে
জ্বলছে আগুন কাব্যে
কবির চোখেও আগুন ছিল
একথা কে ভাববে ?
কলমের ঠোঁটে বেরিয়ে এল
আগুনের ফুলকি মালা
কেউবা এবার নিভিয়ে দিবে
অবনীর এই জ্বালা ?
মাটির বুকে জ্বলছে আগুন
নেইতো কোথা ঠাঁই
মরার ভয়ে লড়বো না যে
পুঁড়বে কি সব তাই !
আমার মত আছো যারা
এসো এবার পাশে
সুখের পরশ ছড়িয়ে দিবো
নিত্য- সকাল সাঝে ।