তোমার আর দেখা পাবো না জানি,
আমি পথ পারে তবু দাঁড়িয়ে,
রয়েছি হাতটি বাড়িয়ে,
ভেবে মরি তুমি আসবে হয়তো এখনি।
কি জানি,
হয়তো নগরীর ভীরে হারিয়ে আছো,
ফেরার পথটি খুঁজে বেড়াচ্ছ।
নাহ, হয়তো তুমি আসবে না আর কখনোই,
শত ভুলের আর ক্ষমা পাবো না
তোমার হাসি মুখ আর দেখা হবে না,
হয়তো গল্পের শেষ এখানেই।
কি জানি,তবু পথ চেয়ে আমি দাঁড়িয়ে,
যদি, যদি তুমি ফিরে আসো ফের কখনো।
তাই, আমি আরো কিছুকাল থাকি পথ চেয়ে দাঁড়িয়ে।