জীবনের ঘূর্ণি তে কোথায় দাঁড়িয়ে আমি?
কখনো মনে হয় ফিরে পাই তোমায়,
কখনোবা মনে করি না পাওয়াই দামি।
জীবন কি এভাবেই হয়ে যাবে পার?
না পেলাম তোমায়,
না পেলাম আমায়,
না হলো দূর এই কালো অন্ধকার।
হাজারো যদির ভিড়ে হারিয়ে আমি,
যদি তুমি না হারাতে,
যদি তোমার পেতাম না দেখা,
যদি এ জীবন ধোয়ায় না হারিয়ে-
আমি হেটে যেতাম একা,
যদি তুমি রাগ ভেংগে একবার দিতে দেখা।
জানি না কি পেতাম তবে। তোমায়? নাকি আমায়?
দিবে উত্তর একবার?