সে মায়া কি সহজে ভোলা যায়?
যা এসেছিলো কালবৈশাখী মতন
অগোচরে
যা এসেছিলো প্রথম বর্ষার মতো
বিনা কোনো আগাম বার্তা ধরে।
যে মায়া ছিলো পূর্নিমার স্নীগ্ধতার মতো
কোমল।
যে মায়া তেপান্তর বয়ে চলা পবন মতন
অবিরাম বিহ্বল।
নাহ। যায় না
শুধু ভুলে থাকার অভিনয় করা ব্যস
তারপর কোনো এক সর্বগ্রাসী ঘূর্ণিপাকের মতন
মনে পরবে,
স্বর্গ সবার জন্য না।
মায়া? সে তো বিলাসিতা
আর
অভাগাদের তা তো ভাগ্য না।