-শোনো, পাহাড় ভালোবাসো?
-বাসি, তুমি আকাশ ছুবে বলে
-সাগর ভালোবাসো?
-বাসি, তুমি স্রোতে পা ভেজাবে বলে।
-কোলাহল ভালোবাসো?
-হ্যাঁ, তুমি স্তব্ধতার গল্প শোনাবে বলে।
-আর স্তব্ধতা?
-তাও ভালোবাসি, শুধু তোমার গুঞ্জনে মুখরিত হব বলে
-আর এ শহর?
-ভালোবাসি, নগরীর ব্যস্ততা তোমায় দেখার তৃষ্ণা বাড়ায় বলে
-কবিতা ভালোবাসো?
-তোমার মুগ্ধতার ছন্দ মিশে আছে বলে।
-গান ভালোবাসো?
-তোমার সুরের ছন্দে নিজেকে হারাবো বলে।
-আর কি ভালোবাসো?
-তোমার ওই বাঁকা হাসি।
-আর আমাকে?
-নাহ
-কেন?
-তুমি হারালে সব ভালোলাগা ফিকে হয়ে যাবে তাই।