পথপথ চলতে আমি থমকে দাঁড়াই
ভাবি ফেলে এলাম খুব প্রিয় কিছু।
কিজেনো হারালো জীবন থেকে
খুঁজে দেখি, আছে সবই,
হারিয়েছি শুধু জীবন টুকু।
ঠিক কবে কোথায় কখন বদলে গেলাম
যান্ত্রিক মোড়কে ঢাকা এক করপোরেট গোলাম।
নাহ, ভুল ভাবছি, আমি এমনি ছিলাম
শুধু আধারে হারিয়েছি সল্প সময় কিছু।
আচ্ছা, এ শহুরে কোলাহল কি বিদ্রোহ মানে?
শিকল ভেংগে চলো পালাই কোথাও।
হয় দোতং পাহার বা ধরো সাগরের পার
অথবা মোড়ের চায়ের দোকানে, যদি তুমি চাও।