তারপর আমরা বাঁচতে শিখি
ফেলে আসা দিনের মুগ্ধতায়
সুখের মোড়কে ঢাকি দুঃখগুলো।
চুরুটের আলোয় পথ খুঁজে ফিরি
আর?
আর ভুলতে শিখি প্রিয় গল্প গুলো।
তারপর, চাঁদের মায়া আমরা ভুলতে বসি
নগরীর যানজট হয়ে উঠে নিত্য জীবন।
তারপর?
তারপর কোনো এক নির্ঘুম রাত সিলিংয়ে চেয়ে থাকা
আর পুরনো ব্যথার গল্পে কাটানো সময় ভীষণ।
কিছু গল্প যে থাকে শুধু চার দেয়ালে বাধা।
তারপর ফের সেই গদ বাধা বেঁচে থাকা।
আর হাসির মুখোশে আমরা দুঃখ ঢেকে বলি
বাঁচতে শিখেছি এইতো বেশ।