।তুমি আসবে বলেই।
তুমি আসবে বলেই
সাজিয়ে রেখেছি
আমার ছোট্ট বাড়ি
তুমি আসবে বলেই
দিনের সূর্য
পাটে যায় তাড়াতাড়ি।
তুমি আসবে বলেই
ভোর থেকে রোজ
প্রতিটা মিনিট গোনা
তুমি আসবে বলেই
মিষ্টি মধুর
কত সঙ্গীত শোনা !
তুমি আসবে বলেই
সকাল-বিকাল
পথ চেয়ে বসে থাকা
তুমি আসবে বলেই
মনের মধ্যে
পিয়াসী কোকিল ডাকা।
তুমি আসবে বলেই... ❤️
অরি মিত্র