তুই যে রে বন্ধুর মতন এক নারী,
জীবনের উৎরাই চড়াই-এর পথে
বোধ আর মননের খোলা তরবারি!
তোর কাছে শিখিলাম নিসর্গের মানে
ফুল আর পাখিদের রামধনু রং-এ স্নাত
পদ্মার ঢেউ-ভাঙা বারি!
তোর স্নেহ তোর ভালোবাসা
মানবের মনে দেয় বাঁচিবার আশা;
তুই যে রে নারী এক বন্ধুর মতন,
করুক পৃথিবী তোকে অনেক যতন!