।ঠান্ডা এলো।

ঠান্ডা এলো–                            
গরম জলে স্নান
ঠান্ডা এলো–
খেজুর গুড়ের ঘ্রাণ!
ঠান্ডা এলো–
পুলি এবং পিঠে
ঠান্ডা এলো–
সূর্য ভারি মিঠে!
ঠান্ডা এলো–
গাছের পাতা খসা
ঠান্ডা এলো–
আগুন-জ্বেলে বসা!
ঠান্ডা এলো–
নতুন ওঠা ধান
ঠান্ডা এলো–
সান্ধ্য টুসুগান!
ঠান্ডা এলো–
টাটকা বেগুন-পোড়া
ঠান্ডা এলো–
মেলায় মেলায় ঘোরা!
ঠান্ডা এলো–
জয়নগরের মোয়া
ঠান্ডা এলো–
কমলালেবুর কোয়া!
ঠান্ডা এলো–
লেপের তলায় ঘুম–
ঠান্ডা এলো–
খেলার মাঠে ধূম!
ঠান্ডা এলো–
ঠান্ডা ওয়েদার
ঠান্ডা এলো
চাদর, সোয়েটার!
ঠান্ডা এলো–
ঠান্ডা এলো ওই
ঠান্ডা এলো–
জমাটি হৈ চৈ!

।অরি মিত্র।