।তারকাটা।
শুদ্ধচরণ ঢালি
পা-দুটো তার খালি।
প্রলয়ঙ্কর বাগ
কমবে না তার রাগ!
নিত্যানন্দ বালা
গাইছে যাত্রাপালা
অনিশ্চয় নন্দ
তার সব কিছুতেই সন্দ!
রমণীমোহন ধর
আবার সেজেছে বর।
অন্তরীক্ষ রুদ্র
মানুষটা নয় ক্ষুদ্র।
প্লাবনকুমার আশ
তার নদীর ধারে বাস।
ষড়ানন দত্ত
খাওয়াদাওয়ায় মত্ত।
সর্বদমন পাল
সয় না গালাগাল।
ব্রজদুলাল পাত্র
ব্রজে গেল এইমাত্র।
বেতালচন্দ্র কুন্ডু
তার নাইকো মাথা-মুন্ডু।
অনর্গল সামন্ত
দয়া করে থামুন তো!
।অরি মিত্র।