।তাই তাই তাই।
(ব্যাকটেরিয়াভোজী ভাইরাসের* আত্মকথা)
তাই তাই তাই
তামাম দুনিয়ায়
জলেডাঙায় সব জায়গায়
বসত করি ভাই।
তাই তাই তাই
চিন্তা কিছু নাই
লেজ দুলিয়ে গাপুসগুপুস
ব্যাকটেরিয়া খাই!
তাই তাই তাই
ব্যাপার শোনো ভাই
ভাইরাসদের মেরে ফেলার
ক্ষ্যামতা মোদের নাই!
*Bacteriophage
অরি মিত্র