।স্বপ্নের উড়ান।

আমাকে কেউ বলেনি;
            আমি নিজেই
                    হাওয়ায় ভাসছি
অনিকেত মানুষের মতো
              আমি ভুলে যাচ্ছি
                        বাড়ির ঠিকানা।


আমাকে কেউ বলেনি;
              আমি নিজেই
                   হয়েছি নিরুদ্দেশ
বেলুনের মতো বুকে হাওয়া ভরতে ভরতে
                   আমি ভেসে চলেছি
                            স্বপ্নের উড়ানে!


।অরি মিত্র।