আমার প্রথম ফোন যায় মাস্টারমশাইয়ের কাছে
প্রথম প্রভাতি শুভেচ্ছা হোয়াটসঅ্যাপে
পানুর কাছে যায়
পাখির কিচিরমিচির শুনতে শুনতে
সকাল গড়াতে গড়াতে এগিয়ে চলে
আসে দুপুর বিকেল সন্ধ্যা।
স্যারের সঙ্গে মনে মনে অনেক কথা হয়--
কৈশোরের দিনগুলো আচমকাই ফিরে আসে
ফিরে আসে স্কুলবেলার সোনাঝরা দিন।
'কানুছাড়া গীত নাই'
পানুছাড়া নেই কোনো গান
সকাল গড়িয়ে সন্ধ্যা
রাত শেষে ফিরে আসে শুদ্ধ দিনমান।