কণ্ঠে কণ্ঠে তোলো আওয়াজ, 'সইব না,
এই পাপীদের মাথায় করে বইব না।'
উঠছে তুফান উথালপাথাল
থাকবে ঘরে আর কত কাল?
সকল বাঁধন ছিঁড়ে বলো--
                      'অন্ধকারে রইব না।'

আকাশ তোমার বাতাস তোমার
সইবে পিঠে আর কত মার?
বজ্রকণ্ঠে তোলো আওয়াজ--
'এই অনাচার সইব না,
এই অন্ধকার সময়ে ভাই
                     মিষ্টি কথা কইব না--
এই পাপীদের মাথায় করে
                    একটা দিনও বইব না।'