লিডারের ক্যাডার চাই
ক্যাডারের লিডার চাই
পাবলিকের রিপাবলিক চাই
রিপাবলিকের পাবলিক চাই
ধাপে
ধাপে
ধাপে
ধাপে….
উঠতে সিঁড়ি…
নামতে সিঁড়ি…
গণতন্ত্রের এই এক মহিমা
সবসময় দুটো সিঁড়ি মজুত থাকে
ওঠার
এবং
নামার…
রিপাবলিকের অনেক ক্ষমতা
পাবলিকের ক্ষমতা আরও বেশি
পাবলিক চাইলে
রিপাবলিককে খারিজ করে দিতে পারে।