।সিদ্ধিদাতা।
সিদ্ধিদাতা গণেশ বুঝি
পড়ল মহা ফাঁপরে,
দুর্গা তাকে শুধান, কেন
চাল মিশেছে কাঁকরে!
গণেশ বলে, 'ব্যাপার মা গো,
বোঝাই কেমন করে?
ব্যাপারীরা লাভের জন্য
চালে কাঁকর ভরে!'
দুর্গা বলেন, 'তবে কেন
সিদ্ধিদাতা হলি!
কোন্ আক্কেলে ওদের হাতে
নিলি রে অঞ্জলি?'
নবমীতে সিদ্ধিদাতা
পড়ল মহা ফাঁপরে,
দুর্গা বুঝে গেছেন, কেন
চাল মিশেছে কাঁকরে!
।অরি মিত্র।