।সেই কথাটা ভিন্ন।
কাঁঠাল ভাঙতে মাথা আছে,
ডাল ভাঙতে জাঁতা আছে।
সুপুরি ভাঙতে জাঁতি আছে,
ঘর ভাঙতে জ্ঞাতি আছে।
পথ চলতে সাথি আছে,
মাল বইতে হাতি আছে।
সিনেমাতে হিরো আছে,
হিরোইনের ভিড়ও আছে।
ভাত নাড়াতে হাতা আছে,
মুখ নাড়াতে কথা আছে।
দেশ চালাতে নেতা আছে,
হরেক রকম কেতা আছে।
গরিবের নেই অন্ন,
সেই কথাটা ভিন্ন!
অরি মিত্র