মাদুলিতে বাঁচাবে না
করোনাতে ধরলে
জ্যোতিষী ঠকিয়ে খায়    
কেউ রোগে পড়লে।
পাষাণে ঠেকিয়ে মাথা  
নেই কিছু ফয়দা
হাওয়াতে ভরে না পেট--
চাই আটা ময়দা।
বিজ্ঞানই পারে রোগ
নির্মূল করতে
ফালতু ছুটো না কেউ
বাবা টাবা ধরতে!