নিঃশেষে ভালোবাসা
দু-হাত বাড়িয়ে অনেকটা পথ আসা...
কোথায় না গেছি আমরা দুজনে
শহরে কিংবা গ্রামে
সকালে গিয়েছি বিকেলে গিয়েছি
গিয়েছি যখন নীরবে সন্ধ্যা নামে
নাটক দেখেছি সিনেমা দেখেছি
পাশাপাশি তুই আমি
দু-চোখে অনেক স্বপ্ন দেখেছি
হীরকের চেয়ে দামি
সুর জুড়ে দিতে কবিতা অনেক
গান হল তোর মুখে
জমে থাকা ভাব কথা খুঁজে পায়
দিন কেটে যায় সুখে
নিঃশেষে ভালোবাসা
দু-হাত বাড়িয়ে অনেকটা পথ আসা…
তোর তরি ক্রমে ভরে যেতে যেতে
চলে যায় বহুদূর
আকাশে-বাতাসে আজও ভেসে আসে
কত বিচিত্র সুর!