।সবজান্তা।

শিল্প এবং কমার্স বুঝি
দেড়শো রকম সায়েন্স বুঝি
হিস্ট্রি এবং ফিলিম বুঝি
গঞ্জিকার ঐ ছিলিম বুঝি
ফিলজফির তত্ত্ব বুঝি
মিথ্যা এবং সত্য বুঝি
জলবায়ু আর ভূগোল বুঝি
আফগানি রামছাগল বুঝি
                             কারণ?
             সেইটা বলা বারণ!

পলিটিক্যাল কাণ্ড বুঝি
অর্থনীতির ভাণ্ড বুঝি
সাহিত্য আর গানও বুঝি
চুনের সাথে পানও বুঝি
কসমোলজির ফান্ডা বুঝি
ঝান্ডা এবং ডান্ডা বুঝি
রেসের মাঠের টাট্টু বুঝি
ঘুরতে-থাকা লাট্টু বুঝি
                          কারণ?
      সেইটা বলাও বারণ!


অরি মিত্র