।সবার রক্ত লাল।

পশ্চিমে আর পুবে,
একটা চাঁদই ডুবে।

দক্ষিণে আর উত্তরে,
একই বাতাস চক্করে।

রহিম এবং রামে,
তফাৎ শুধু নামে।

সবার রক্ত লাল,
থাকবে চিরকাল।


অরি মিত্র