।।সব পুরস্কারে আনন্দ নেই।।
সব পুরস্কারে আনন্দ হয় না
যেমন সব মেঘে বৃষ্টি হয় না।
কোনো পুরস্কারে টানটান হয় ধনুকের ছিলা
কোনো পুরস্কারে ভিজে যায় বুকের বারুদ।
কোনো পুরস্কারে বাজে রণ-দামামার ধ্বনি
কোনো পুরস্কারে বাজে শুধু শিশুদের ঝুমঝুমি।
কোনো পুরস্কারে উন্মুক্ত হয় চৈতন্যের রাজপথ
কোনো পুরস্কারে ভুলভুলাইয়া তিপ্পান্নর গলি।
বুঝলে সনাতন, সব পুরস্কারে আনন্দ নেই।
।।অরি মিত্র। ।